১০দফা দাবীতে পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে হেলিপোর্ট বাজার থেকে শুরু হয়ে শহরের মিঠাপুকুর এলাকায় এসে শেষ হয় পদযাত্রাটি। এর আগে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা হেলিপোর্ট বাজারে ছোট ছোট মিছিল নিয়ে জরো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির উপস্থিত ছিলেন।বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান,এ্যাড.আদম সুফী,এ্যাড.নাজমুল ইসলাম কাজল সাবেক ছাত্রদের নেতা আব্দুল আল মামুন রনিক যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ
দলের সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতারা অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply