চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গোপন তথ্যের ভিত্তিতে গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ১ : ৩০ ঘটিকায় গিলাবাড়ি বিওপির হাবিলদার খন্দকার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/১৬-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইমাম নগর নামক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আলমগীর (৪০), পিতা-আব্দুল ওহাব, গ্রাম-বিরেশ্বরপুর, ডাকঘর-সুরানপুর, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২.২০ গ্রাম হেরোইন এবং ১টি হেরোইন মাপার মেশিনসহ আটক করতে সক্ষম হয়। উক্ত মালামালসহ আসামীকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ১:৩৫ ঘটিকায় চামুচা বিওপির নায়েক মোঃ বদরুদ্দোজা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১১ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply